ওয়েব হোস্টিং কি?
যদি আপনি আপনার বিজনেস এর জন্য , নিজের ব্লগ , অনলাইন শপ, এজেন্সি , ই কমার্স সাইট কিংবা যা ইচ্ছা আপনি আপনার ডোমেইন নেমের মাধ্যমে পাবলিশ করতে চান তাহলে আপনার নিশ্চয় ওয়েব হোস্টিং প্রয়োজন হবে কারণ ওয়েব হোস্টিং ছাড়া আপনার ডোমেইনে কোন কাজ করতে পারবেন না । আর এজন্য আপনাকে ওয়েব হোস্টিং প্রোভাইডারদের থেকে ওয়েব হোস্টিং কিনতে হবে এবং তার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে । ওয়েব হোস্টিং হচ্ছে যেখানে ওয়েবে আপনার ফাইলগুলো থাকবে ।
সহজ কথায় আপনি ওয়েবে একটি স্টোরেজ স্পেস কিনবেন যেখানে আপনি যেকোন কিছু হোস্ট করতে পারবেন সেটি হতে পারে টেক্স ফাইল, ভিডিও, ইমেজ ইত্যাদি । আর অফলাইন বা ফিজিক্যাল স্পেস এর মধ্যে ওয়েব হোস্টিং এর মূল পার্থক্য হচ্ছে একজন ব্যবহারকারী কিছুই দেখতে পারবে না যদি আপনি দরজা বন্ধ করে রাখেন কিন্তু ওয়েব হোস্টিং এই সমস্যা নাই । আপনার হোস্টিং শুধুমাত্র আপনার কন্টেন্ট ই ধারণ করবে না বরং এটি আপনার কন্টেন্টকে পাবলিকলি দেখাবে । সুতরাং আপনার ডোমেইন নাম যাই হোক না কেনো আপনার ওয়েবসাইটে এবং আপনার ওয়েব হোস্টিং এ সেগুলোই দেখাবে যেগুলো আপনার স্টোরেজে রয়েছে ।
হোস্টিং সেবাদানকারি প্রতিষ্ঠান যখন তার ওয়েব সার্ভারে কোন ওয়েবসাইটের সব ধরণের ফাইল সংরক্ষণের জন্য জায়গা বরাদ্দ করে, তাকেই ওয়েব হোস্টিং বলা হয়। আমরা জানি ওয়েবসাইট তৈরিতে বিভিন্ন ধরণের ওয়েব প্রোগ্রামিং ভাষার কোড ব্যবহৃত হয় যেমন html, CSS, php, java script ইত্যাদি। এর সাথে ইমেজসহ আরোও অন্যান্য ধরণের ফাইল থাকতে পারে। ওয়েব হোস্টিং প্রোভাইডারের কাজ হচ্ছে এই কোডসহ অন্যান্য ফাইলগুলিকে সাধারণ ইউজারের নিকট বোধগম্য হয় এমনভাবে ব্রাউজারের স্ক্রীণে দৃশ্যমান করা। আপনি যে কোন ওয়েবসাইট ভিজিট করুন না কেন, তা কোন না কোন হোস্টিং সার্ভারে রেখে দেওয়া থাকে।
কেনো ওয়েব হোস্টিং গুরত্বপূর্ণ।
ওয়েব হোস্টিং অনেক গুরত্বপূর্ণ কারণ আপনি যদি নিজেকে বা আপনার কোন ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য অনলাইনে উপস্থিতি প্রত্যাশা করেন, তাহলে আপনাকে কোন নির্ভরযোগ্য ওয়েব হোস্টিং প্রোভাইডার এর স্বরণাপন্ন হতে হবে। সারা বিশ্বে ছোট বড় মিলিয়ে শত শত ওয়েব হোস্টিং প্রোভাইডার রয়েছে যারা বিভিন্ন ধরণের হোস্টিং সার্ভিস প্রদান করে যাচ্ছে।
হোস্টিং সার্ভিসের এই প্যাকেজসমুহ খুব স্বল্প টাকা থেকে শুরু করে অনেকটা ব্যয়বহুল পর্যন্ত হতে দেখা যায়। যা আপনার ব্যবসার ধরণ, ট্রাফিকের সংখ্যা ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে।
কাজেই, আপনি ওয়েব হোস্টিং এর যে প্ল্যানটি বেছে নিবেন তার আগে আপনাকে দেখতে হবে আপনি কি উদ্দেশ্যে ওয়েবসাইট ব্যবহার করবেন এবং হোস্টিং বাবদ আপনার বাজেটের পরিমান কেমন।
সঠিক হোস্টিং প্ল্যান নির্বাচন করার অর্থ হল হোস্টিং কম্পানি থেকে আপনি যে বিষয়গুলি গ্রহন করবেন তা যেন আপনার চাহিদা মোতাবেক সঠিক পরিমানে হয়। তা না হলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড ভাল হবে না। ফলে, আপনার টার্গেট অডিয়েন্স হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
ওয়েব হোস্টিং ক্রয়ের সহজ পদ্ধতি !
কেমন দামের হোস্টিং কিনবেন ?
বেশিরভাগ বিগিনাররা এই প্রশ্নটা করে থাকে যে আমার কত টাকা খরচ হবে ওয়েব হোস্টিং কিনতে । এক কথায় উত্তর হচ্ছে আপনার সাইটের স্ট্রাকচার এবং ভিজিটর কোয়ান্টিটির উপর নির্ভর করে এটা বলা যাবে ।
কম দামে ওয়েব হোস্টিং কিনলে কি কি সমস্যা হতে পারে ?
হোস্টিং প্ল্যান বাছাই করার সময় , বিশেষ করে প্রথমবার যখন আপনি কিনবেন তখন নিশ্চয়ই আপনার ওয়েবসাইটের জন্য সস্তা হোস্টিং প্রোভাইডার খুঁজবেন কেননা আপনার টাকার পরিমান কম লাগবে । কিন্তু এটা মোটেই বুদ্ধিমানের পরিচয় বহন করে না কারণ আপনার ওয়েবসাইটের জন্য কি আসলেই সস্তা হোস্টিং ভাল হবে ? সহজ এবং সাবলিল উত্তর হচ্ছে “না” । কেন নিবেন না তার ব্যাখ্যায় আসুন জেনে নিই ।
প্রথমবার হোস্টিং প্ল্যান বাছাই করার সময় আমরা একটা জিনিস মাথায় রাখি না বা পাশ কাটিয়ে যাই আর সেটি হচ্ছে সিকিউরিটি । আমরা বেশিরভাগই ভেবে থাকি যে যেহেতু আমার ওয়েবসাইটটি নতুন তাই অন্য কেউ বা হ্যাকাররা আমার ওয়েবসাইটের দিকে তাকাবে না কিংবা ক্ষতি করতে চাইবে না । আর এজন্যই আমরা প্রথমেই সস্তা হোস্টিং কিনে থাকি যেগুলার সিকিউরিটি খুব দুর্বল আবার অনেকগুলোতে তো কোন সিকিউরিটি ই থাকে না । আমরা প্রথমেই টাকা বাঁচানোর দেখি লক্ষ্য রাখি ।
কিন্তু আমাদের চিন্তা থেকেও বেশি বার আমাদের ওয়েবসাইট এট্যাকের শিকার হয়ে থাকে । আর সবচেয়ে খারাপ এবং বাজে দিক হচ্ছে সেই এট্যাকগুলোর জন্য আপনার ওয়েবসাইটের মূল্যবান ডাটাগুলোর ক্ষতি হবে এমনকি অনেকসময় তো আপনার সকল ডাটা হারিয়েও যেতে পারে । এর মানে দাঁড়ায় যেই টাকা বাঁচানোর জন্য আপনি ভাল হোস্টিং না কিনে সস্তার দিকে ঝুঁকলেন তার থেকে বেশি পরিমাণ অর্থের ডাটা আপনার চলেও যেতে পারে এসব এট্যাকের জন্য । মানসম্মত হোস্টিং প্ল্যানগুলোতে অতিরিক্ত সিকিউরিটি লেয়ার থাকে এবং প্রটেক্টশন থাকে সস্তা হোস্টিংগুলোর তুলনায় । আর এজন্যই প্রাইস কিছুটা বেশি হয় সেগুলোর । আর দামি হোস্টিংগুলো আপনাকে সেই রকম সমস্যা থেকে অনেকাংশেই রক্ষা করবে বা রক্ষাকবচ হিসেবে কাজ করবে ।
ধরে নিন আপনি একটা ওয়েবসাইট বানাবেন এবং সেটির জন্য আপনি সস্তা হোস্টিং কিনলেন । সঠিকভাবে স্পিড অপ্টিমাইজড করলেন । কিছুদিন পর দেখছেন আপনার ওয়েবসাইটটি লোড নিতে যথেষ্ট সময় নিচ্ছে যার মানে হচ্ছে স্লো । কেন এমন হচ্ছে? কি রহস্য এটার পিছনে লুকায়িত আছে? অধিকাংশ সময়েই দেখা যায় একই রিসোর্স একের অধিক মানুষ ব্যবহার করছেন । কি বুঝতেছেন না? আচ্ছা বুঝিয়ে বলছি । ধরে নিন ফিজিক্যাল শপে যেটার জন্য আপনি দিন শেষে ভাড়া গুনছেন সেখানে আপনি আরেকজনের সাথে তা শেয়ার করলেন । কি হবে? আপনার স্পেস কিন্তু কমে যাবে আর সেটি যদি হয় ছোট তবে তো কথাই নেই ।
অনেক দ্রুতই আপনার রিসোর্স ফুরিয়ে যাবে । তখন আপনার হাতে দুটি উপায় থাকবে । একটি হচ্ছে হয় এই ধরনের সিচুয়েশন মেনে নেওয়া আর না হয় এমন কোন স্পেস নিয়ে নেওয়া যেখানে আপনার জায়গা কারো সাথে শেয়ার করতে না হয় । একই জিনিসটা ঘটে থাকে হোস্টিং সার্ভিস এর বেলাতেও । যখন আপনি সস্তা হোস্টিং প্ল্যান বাছাই করবেন, তখন আপনার সার্ভার অন্যের সাথে শেয়ার করা হবে । কিন্তু আপনি যদি ভাল জায়গা থেকে প্রিমিয়াম কোন প্ল্যান নিয়ে থাকেন তবে আপনি কিন্তু আপনার টাকায় কেনা হোস্টিং এর পুরোটাই ব্যবহার করতে পারতেছেন যা আপনার কাজে বেগ না পেতে যথেষ্ট সহায়ক হবে ।
মনে করেন আপনি কোথাও বেড়াচ্ছেন বা ট্যুর দিবেন, আপনার ফ্লাইট মাত্র শুরু ল্যান্ড করল কিন্তু আপনি আপনার জিনিসপত্রগুলো খুঁজে পাচ্ছেন না । তখন আপনি কি করবেন? নিশ্চয়ই যেখানে জিনিসপত্রগুলো রেখেছিলেন সেখানে থাকা দায়িত্বশীলদের বলবেন আপনার জিনিসগুলো খুঁজে দেওয়ার জন্য । কিন্তু যখন আপনি তার কাছে গেলেন সেখানে আপনি দেখলেন আপনার মতো আরও অনেকেই একই সমস্যার সম্মুখীন হচ্ছেন । সবাই একই টিকেট কেটেছিলেন (ধরুন ইকোনোমি ক্লাসের) কিন্তু একজন এক্ষেত্রে ভিন্ন কেননা সে ফার্স্ট ক্লাসের টিকিট কিনেছিল । এখন আপনার কাছে কি মনে হয়? কর্তৃপক্ষ কারটা আগে খুঁজে দিবে? নিশ্চয় আপনারটা নয় বরং যেই বান্দা ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছিল তারটাই তারা প্রায়োরিটি লিস্টে সবার আগে রাখবে । সিমিলার জিনিসগুলোই কিন্তু হোস্টিং এর সাপোর্ট এর বেলাতেও ঘটে থাকে । আপনি যদি চিপ হোস্টিং সার্ভিস খুঁজেন তবে তারা আপনার দিকে সামান্য দৃষ্টিতে তাকাবে । আপনার কোন সমস্যা হয়েছে হোস্টিং কিন্তু তারা আপনাক সেই রকম কোন মূল্যায়ন করবে না । কিন্তু আপনি যদি ভাল জায়গা থেকে হোস্টিং নিয়ে থাকেন তবে যথেষ্ট ভাল সাপোর্ট পাবেন ।
তাই সবশেষে সিদ্ধান্ত আপনার হাতে । আপনি জেনে বুঝে নিজের ডাটাকে বিপদের মুখোমুখি করবেন নাকি কিছুটা বাড়তি মূল্য পরিশোধ করে মানসম্মত সেবা নিবেন । চয়েস ইজ ইয়োরস ।